#Low back pain/ কোমরে টান লাগার পর থেকে প্রচন্ড কোমর ব্যতা ও হাঁটু ব্যথার চিকিৎসা দেখুন ভিডিওতে..

ভিডিওতে দেখানো রোগী একজন ইংল্যান্ড প্রবাসি। তিনি বেশকিছুদিন আগে একটা ভারী জিনিশ তুলতে গিয়ে তার কোমরে ব্যথা পান। কোমরে একটা টান লাগার মত বুঝতে পারেন। তারপর থেকে কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করেন। করোনা পরিস্থিতির কারনে তেমন ভাল কোন ডাক্তার দেখাতে পারছিলেন না। ফ্লাইট চালুহবার পরে তার এক আত্নিয়ের মাধ্যমে আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন।

বর্তমানে রোগীর সমস্যা তিনি বসতে বা 2 মিনিট দাড়িয়ে থাকতে পারেন না। কোমর থেকে ব্যথাটা হাটুতে ও শুরু হয়েছে। হাটলে হাটুতে কট কট শব্দ হয়।

আমারা রোগীকে এ্যাসেসমেন্ট শুরু করি। যেটা ভিডিওতে দেওয়া হয়েছে। রোগীর কোমরের নিচে হাত ই দেওয়া যায় না এমন প্রচন্ড ব্যথার তিনি ভুগছেন।

এ্যাসেসমেন্ট এর পরে রোগীর অবস্থা জানতে সম্পুর্ন্য ভিডিওটি দেখুন।

এছাড়াও ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালী ব্যথা, মাথা ব্যথা, হাতে ব্যথা, হাত ঝিন ঝিন অবস অবস লাগা, পিঠে ব্যথা, পা ঝিন ঝিন করা সমস্যা, স্পন্ডাইলোসিস এর সমস্যা, ডিক্স-প্রলাপ্সের সমস্যা, বিভিন্ন জয়েন্টের ব্যথা, প্যারালাইসিস এর সমস্যা, গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন অথবা নিচের ঠিকানায় যোগাযোগ করুন।

ঠিকানা: ASPC ম্যানুপুলেশন থেরাপি, ইউ-64, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-1207। মোবাইল: 018-77733321, 018-77733322।

Website: www.aspc.com.bd

Officeal Facebook Page:

Twitter:

Linkedin:

Recommended Reading >> bit.ly/32kRpzw

Comments